• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

উত্তরায় যাত্রীবেশে বাসে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৯:৪৮ এএম
উত্তরায় যাত্রীবেশে বাসে আগুন

রাজধানীর উত্তরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, আজ সকাল সাতটায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নেভাতে সক্ষম হন।

জানা গেছে, বাসটিতে যাত্রীবেশে উঠে আগুন দেওয়া হয়। গাড়িতে মাত্র ১২ থেকে ১৪ জন যাত্রী ছিলেন। হঠাৎ বাসের পেছন দিকে আগুন লাগে। আগুন লাগার পরপরই পেছনের জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়েন কয়েকজন যুবক।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে গত মঙ্গল ও বুধবারও ঢাকায় বেশ কিছু গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

Link copied!