• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

২৮ অক্টোবর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৭:০৫ পিএম
২৮ অক্টোবর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ
ছবি : সংবাদ প্রকাশ

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (অক্টোবর ২৩) বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। কোনো ধরনের জনজীবন যেন ব্যাহত না হয়। সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি।”

জেলা প্রশাসকদের এ বিষয়ে জানানো হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত  মন্ত্রিসভার বৈঠক নিয়ে তিনি ব্রিফিং করেন।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশ করবে বিএনপি। এজন্য অনুমতি চেয়ে শনিবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে দলটি।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!