• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

‘নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০২:৩০ পিএম
‘নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার’
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : সংগৃহীত

নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকূপা থানা ও হরিণাকুণ্ড থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, “নির্লিপ্ততার অভিযোগ ও দায়িত্ব অবহেলার প্রমাণিত হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তাদের একজন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা এবং আপরজন হরিনাকুন্ডু থানা দায়িত্বরত ছিলেন।”

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা দিলে নির্বাচন কমিশন কঠোর হবে বলেও জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।

Link copied!