• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

এবার শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৪:৪২ পিএম
এবার শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের
শিক্ষার্থীদের অবস্থান। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে এবার শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে এই মোড়ে অবস্থান নেন তারা।

অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

এসময় ‘এক দফা এক দাবি, চিফ জাস্টিজের পদত্যাগ’, ‘স্বৈরাচারের আস্তানা, এই বাংলায় হবে না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টার পর প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবীরাও।

এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করেছেন। শনিবার তারা পদত্যাগ করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!