আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় না থাকলে অন্যরা উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বিএনপি-জামায়াত সরকারের ২৯ বছরকে ‘অন্ধকার যুগ’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ আবার অন্ধকার যুগে ডুবে যাবে। তবে আমি জানি, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।”
শেখ হাসিনা আরও বলেন, “বিএনপি-জামায়াত সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা নিজেদের ভাগ্য গড়া ছাড়া জনগণের জন্য কিছুই করেনি। এই চক্র বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর মুছে দিয়েছে। আওয়ামী লীগ ২০০৯ থেকে আজ পর্যন্ত সারা দেশে ব্যাপক উন্নয়ন করে সেই ক্ষতি পূরণ করেছে।”