• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

দেড় দশক পর নতুন এমডি পেল ওয়াসা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৫:৩৪ পিএম
দেড় দশক পর নতুন এমডি পেল ওয়াসা
এ কে এম সহিদ উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। এর মধ্য দিয়ে দেড় দশক পর নতুন এমডি পেলে ওয়াসা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) নতুন এমডি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

এর আগের দিন বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান।

গত ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তাকসিম খান।

গত দেড় দশক ধরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিম এমডি পদে দীর্ঘদিন ধরে থাকার কারণে নানা আলোচনা, সমালোচনা ও প্রশ্ন ওঠে। গত ১৫ বছরে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানো হয়েছে ১৬ বার।

Link copied!