• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৮:৩৫ পিএম
ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান। তিনি বর্তমানে বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন বছরের জন্য তাকে চূড়ান্ত নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এটিএম তারিকুজ্জামান বলেন, “কমিশন সার্বিক বিবেচনা করে আমাকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব।”

এর আগে সোমবার (৭ আগস্ট) এমডি পদে নিয়োগ চেয়ে ড. এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং ন্যাশনাল ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।

গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।

Link copied!