রাজধানীর পল্লবীতে লুডু খেলা নিয়ে খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজু (৩২) হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী সাহেনশাহকে (৩৪) নামের তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, গত ২৩ জুলাই লুডু খেলার সময় বিতণ্ডার পর তিনি এবং তার সহযোগীরা ঘটনাস্থলে এনে ভিকটিমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা কৌশলে পালিয়ে যান।
র্যাব জানায়, হত্যাকাণ্ডে নিহত রাজুর স্ত্রী সাহেনশাহসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
গ্রেপ্তার সাহেনশাহকেকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।