• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

শোকমিছিল স্থগিত, পাড়া-মহল্লায় অবস্থানের নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০১:৫৮ এএম
শোকমিছিল স্থগিত, পাড়া-মহল্লায় অবস্থানের নির্দেশ
আওয়ামী লীগের দলীয় প্রতীক। ছবি: সংবাদ প্রকাশ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল স্বগিত করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এক বার্তায় বলা হয়েছে, ৩ আগস্ট আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল হবে না। তবে সবাইকে সকাল ৮টা থেকে রাত অবধি প্রতিটি ওয়ার্ডে স্ব-স্ব এলাকায়, থানা, ওয়ার্ড, পাড়া ও মহল্লায় সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণভাবে সতর্ক অবস্থানে থাকার অনুরোধ করা হয়েছে।

সেই বার্তায় বিশেষ ভাবে অনুরোধ ও নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাকে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!