• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

তেহারি খেয়ে ফেরার পথে ট্রাকচাপায় তরুণের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ১০:২৯ এএম
তেহারি খেয়ে ফেরার পথে ট্রাকচাপায় তরুণের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় রাসেল (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেলের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. সিরাজ।

প্রত্যক্ষদর্শী শাহ আলী ইমন জানান, তারা মিরপুর পল্লবী বাউলিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। রাতে তারা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে যান তেহারি খেতে। সেখানে খাওয়াদাওয়া করে মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তিনজনকেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশ তদন্ত করছে।

Link copied!