• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আরও কমল ডলারের দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৫:২৭ পিএম
আরও কমল ডলারের দাম
মার্কিন ডলার। ফাইল ছবি

দেশের বাজারে আবারও কমেছে ডলারের দাম। ১৫ দিনের ব্যবধানে রপ্তানি আয়ে ডলারের দাম কমেছে ২৫ পয়সা। পাশাপাশি কমেছে প্রবাসী আয় ও আমাদানি নিষ্পত্তিতেও।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

এতে বলা হয়, বুধবার (১৩ ডিসেম্বর) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাফেদার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রোববার (১৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রপ্তানি আয়ে ডলারের দাম ২৫ পয়সা কমানো হয়েছে। এতে করে এখন থেকে রপ্তানি আয়ে ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা, যা এতদিন ছিল ১০৯ টাকা ৭৫ পয়সা।

এছাড়া প্রবাসী আয় ও আমাদানি নিষ্পত্তিতে ডলারের দামও কমেছে বলে জানিয়েছে বাফেদা। রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। আর আমদানি নিষ্পত্তিতেও ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!