• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

জুলাইয়ে আগারগাঁও-মতিঝিল রুটে চলবে মেট্রোরেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৫:২২ পিএম
জুলাইয়ে আগারগাঁও-মতিঝিল রুটে চলবে মেট্রোরেল

আগামী জুলাই থেকে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটে পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে মেট্রোরেলের সভাকক্ষে তিনি এ তথ্য জানান।

প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে জানিয়ে এম এন ছিদ্দিক বলেন, “আমাদের প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। তারপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট এবং ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। তারপরে এটা পরিপূর্ণভাবে চালানো হবে।”

এর আগে আগারগাঁও-মতিঝিল রুটে আগামী নভেম্বর থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সেই ইঙ্গিত দিয়ে এম এন ছিদ্দিক বলেন, “আমাদের হাতে ৬ মাস সময় আছে। আমরা এই সময়ের মধ্যেই শেষ করব। সবকিছু লক্ষ্যমাত্রা আমাদের টার্গেটের মধ্যেই আছে।”

তিনি আরও বলেন, “রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত মেট্রোরেলে মোট যাত্রী ভ্রমণ করেছেন ১৩ লাখ ৫৮ হাজার। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!