• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিজের নামে সেতুর নামকরণ করলেন মেয়র তাপস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ১০:৫৮ এএম
নিজের নামে সেতুর নামকরণ করলেন মেয়র তাপস

নিজের নামে ঢাকার একটি সেতুর নামকরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এই সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের আরও তিনটি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) এক অফিস আদেশে এসব অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে বলে দক্ষিণ সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান মাঠসংলগ্ন পার্কের নামকরণ করা হয়েছে শহীদ শেখ রাসেল শিশুপার্ক, কলাবাগান; ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী চৌরাস্তা–সংলগ্ন পার্কের নামকরণ করা হয়েছে শহীদ শেখ রাসেল শিশুপার্ক, যাত্রাবাড়ী; ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য কমিউনিটি সেন্টারের নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং কামরাঙ্গীরচর (লোহারপুর) ব্রিজের নতুন নাম করা হয়েছে মেয়র শেখ তাপস সেতু।

নাম পরিবর্তনের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!