• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আরও ৮ দিন বাড়ল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৭:১৩ পিএম
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আরও ৮ দিন  বাড়ল
ফাইল ফটো

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন আরও ৮ দিন বাড়িয়ে ‌‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন অনুসারে ১১২ দিনের পরিবর্তে ১২০ দিন করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন জানান, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছিল বর্তমানে ১১২ দিন। এখন ৮ দিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারী শ্রমিকরা তার সুবিধা মতো এ ছুটি নিতে পারবেন। 
 

Link copied!