• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বৃষ্টি কমে বাড়তে পারে গরম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৯:২০ এএম
বৃষ্টি কমে বাড়তে পারে গরম
ছবি : সংগৃহীত

দেশের বৃষ্টিপাত কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশে সামগ্রিকভাবে বৃষ্টি কমতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতে বৃষ্টি বেশি হতে পারে।

সামগ্রিকভাবে বৃষ্টি কমলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি একটু বেশি হতে পারে। মৌসুমি বায়ু এখনো যথেষ্ট সক্রিয় আছে। তবে আজ বুধবার বৃষ্টি কিছুটা কমে তাপমাত্রা বাড়তে পারে। পরে আবারও বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, গতকাল সকাল থেকে রাজধানীতে তেমন বৃষ্টি হয়নি। আকাশে মেঘও ছিল কম। তবে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তিন ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়। গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার।

Link copied!