• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫
ড. ইউনূসের বিচার

বিশ্বনেতাদের চিঠি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ : খুরশীদ আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ১২:০৭ পিএম
বিশ্বনেতাদের চিঠি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ : খুরশীদ আলম
আইনজীবী খুরশীদ আলম খান (ছবি : সংগৃহীত)

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের দেওয়া চিঠিকে বাংলাদেশের বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন মামলাসংশ্লিষ্ট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

খুরশীদ আলম বলেন, “বিশ্বনেতারা বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন। তারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন, আমার বুঝে আসে না।”

এই জ্যেষ্ঠ আইনজীবী আরও বলেন, “বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সাথে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে। শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না।”

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনাকে খোলাচিঠি দিয়েছেন ১৭৫ জন নোবেল বিজয়ী, জনপ্রতিনিধি ও বিশ্বনেতা।

Link copied!