বুধবার বায়ুদুষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) নগরটির স্কোর ৩০৬, যা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। অন্যদিকে ১৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১২তম।
আইকিউএয়ারের বাতাসের মানসূচক অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
এদিকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভারতের নয়াদিল্লি ও চীনের চেংদু। একিউআই সূচকে নয়াদিল্লির স্কোর ২০৪, চেংদুর ১৮০।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
আইকিউএয়ারের সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু ধরা হয়।