• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেবে না ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০২:০৯ পিএম
পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেবে না ভারত
পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেবে না ভারত। ফাইল ছবি

এ বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল ভারত সরকার। সেই নিষেধাজ্ঞা নির্ধারিত সময় পর্যন্ত বলবৎ থাকার কথা আবার তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। নিষেধাজ্ঞার এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৮ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় স্থানীয় দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে দেয়।

ধারণা করছিলেন যে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হতে পারে। তবে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভারত সরকার আবার স্পষ্ট জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা নির্ধারিত সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। কেননা, তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের বাজারে অতিপ্রয়োজনীয় এই নিত্যপণ্যটির দাম নিয়ন্ত্রণের পাশাপাশি এটির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।

সম্প্রতি পরাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারত সফরে গিয়ে পেঁয়াজ-চিনিসহ প্রয়োজনীয় পণ্য রপ্তানি স্বাভাবিক করতে দিল্লিকে অনুরোধ জানান। শুধু তা-ই নয়, বাংলাদেশের জন্য একটি কোটা পদ্ধতি চালুরও প্রস্তাব দেন তিনি।

Link copied!