• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভেঙে পড়া স্টিলে প্রাণ গেল হকারের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৯:৩৩ পিএম
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভেঙে পড়া স্টিলে প্রাণ গেল হকারের
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। ছবি : সংগৃহীত

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের একটি স্টিলের টুকরা মাথায় পড়ে এক হকার নিহত হয়েছেন। নিহতের নাম মতিউর রহমান (৫০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মগবাজার দিলু রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মতিউরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন।

আওলাদ হোসেন বলেন, “মতিউর গামছা, তোয়ালেসহ বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন। দিলু রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে একটি স্টিলের টুকরা পড়ে।”

এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!