• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘ঢাকায় রোগীর চাপ কমাতে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:০৭ পিএম
‘ঢাকায় রোগীর চাপ কমাতে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করা হবে’
মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

নব নির্বাচিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন,“প্রত্যন্ত অঞ্চলে কীভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্য কাজ করে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকায় রোগীর চাপ কমাতে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করা হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”

রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মন্ত্রীর দরজায় প্রটোকল লাগবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার সঙ্গে বসে পরিকল্পনা করা হবে।”

দেশের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। এরপর সমস্যা চিহ্নিত করে পরিকল্পনার কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন, “স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কোনো সমস্যায় পড়লে প্রধানমন্ত্রী ফোন করে জানানোর কথা বলেছেন। সমস্যায় পড়লে আমি তাই করব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!