• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনা জব্দ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০১:০৪ পিএম
ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনা জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০টি সোনার বার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিমানবন্দরের বে নম্বর ১২-এর পাশের ডাস্টবিনে স্কচটেপ মোড়ানো অবস্থায় এই সোনা পাওয়া যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তা নাফিস আমিন রিজভী জানান, কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো বস্তু খুলে সোনার ৩০টি বার পাওয়া যায়, যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। পরিত্যক্ত এই সোনার বারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Link copied!