• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

প্রার্থিতা ফিরে পেলেন গোলাম সারোয়ার কবীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৬:১৮ পিএম
প্রার্থিতা ফিরে পেলেন গোলাম সারোয়ার কবীর
গোলাম সারোয়ার কবীর। ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান -শ্রীনগরে) আসনে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন গোলাম সারোয়ার কবীর।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের আপিল বিভাগে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর গোলাম সারোয়ার কবীর সাংবাদিকদের বলেন, “আমার জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল ষড়যন্ত্র করেছে। আমার সমর্থক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে আছেন। আমাদের বিশ্বাস আছে জয়ী হব।”

এর আগে, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারদের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। এ তালিকায় ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ থাকার অভিযোগ এনে গত ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারোয়ার কবীরের মনোনয়নপত্র বাতিল করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!