• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

জি এম কাদেরের বিচার ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে : পিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৫:৩৯ পিএম
জি এম কাদেরের বিচার ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে : পিএনপি
গণজমায়েত ও বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, ১৪ দলীয় জোটসহ সকল শরিকদের বিচার ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনবি)।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এসময় গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে পিএনবি।

বিক্ষোভ মিছিলপূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধান পচা গলা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণ-হত্যার মাধ্যমে দেশকে মৃত্যু নগরীতে পরিণত করেছে। আর এই দেশ ও গণবিরোধী জঘন্য অপরাধের প্রধান দোসর জিএম কাদেরগংরা এবং ১৪ দলীয় জোট শরিক দলদের মাস্টারমাইন্ডের কারণে জনগণের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণ-হত্যার পথ বেছে নিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমাদের দল মনে করে, যারা ক্ষমতা লোভে অন্ধ হয়ে ব্যক্তি স্বার্থের জন্য জনগণের জীবন নিয়ে খেলা করে, তাদের রাজনীতি করার অধিকার নেই।”

নেতৃবৃন্দ আরও বলেন, “নিরস্ত্র ছাত্র-জনতার গণ-আন্দোলনে যে অভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে কোনো ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হবে না।”

এসময় প্রেসিডিয়াম সদস্য মাহবুব রব, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!