• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

তিন‌ দিনের সফরে ঢাকায় ঘানার পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৩:৪৫ পিএম
তিন‌ দিনের সফরে ঢাকায় ঘানার পররাষ্ট্রমন্ত্রী
বিমানবন্দরে ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান আফ্রিকা অনু‌বিভাগের মহাপ‌রিচালক এ এফ এম জাহিদ-উল ইসলাম। ছবি : সংগৃহীত

তিন‌ দিনের সফরে ঢাকায় এসেছেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী শা‌র্লি আয়কর বুচওয়ে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এক‌টি প্রতিনি‌ধিদল নিয়ে ঢাকায় আসেন তিনি।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান আফ্রিকা অনু‌বিভাগের মহাপ‌রিচালক এ এফ এম জাহিদ-উল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার ঘানার পররাষ্ট্রমন্ত্রী প্রতি‌নি‌ধিদল নিয়ে ধানম‌ন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান স্মৃ‌তি জাদুঘর প‌রিদর্শন করবেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানাবেন।

সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শা‌র্লি।

সফরের শেষ দিনে বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবসে ঢাকায় বি‌ভিন্ন মিশনে দা‌য়িত্ব পালনরত কূটনী‌তিকদের সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন শা‌র্লি। ওইদিন প্রতি‌নি‌ধিদল নিয়ে ঢাকা ছেড়ে যাবেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী।

Link copied!