• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মার্চে ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৭:২১ পিএম
মার্চে ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে ভারতে যাবেন তিনি।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতেড জি-২০ শীর্ষ সম্মেলন হলেও এখন থেকেই বিভিন্ন বৈঠক হচ্ছে। শীর্ষ সম্মেলনকে সামনে রেখে গত ১২ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে ‘ভয়েস অব দ্য সাউথ সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর জি-২০ প্রেসিডেন্ট হচ্ছে ভারত এবং আগামী সেপ্টেম্বরে দিল্লিতে শীর্ষ সম্মেলন হবে। মোট ৯টি অসদস্য দেশ অতিথি হিসেবে অংশ নেবে এতে। এ অঞ্চল থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জি-২০ উপলক্ষে ভারতে বিভিন্ন বিষয়ে দুই শতাধিক বৈঠক হবে এবং এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়াবলীসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনা হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!