• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

বাড্ডায় আবাসিক ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৪:১৯ পিএম
বাড্ডায় আবাসিক ভবনে আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, “বৃহস্পতিবার বেলা ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে, রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ করে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।”

লিমা খানম আরও বলেন, “ভবনটির পাঁচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি।”

Link copied!