• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পল্টনের ফায়েনাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৭:১৬ পিএম
পল্টনের ফায়েনাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরানা পল্টনের ফাইন্যান্স ভবনে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের ফায়েনাজ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) সন্ধ্যায় ১৫ তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করেই ভবনের পঞ্চম তলায় আগুনের ধোঁয়া দেখা যায়। এতে গোটা ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী আতাউর রহমান সোহাগ বলেন, ভবনটির ষষ্ঠ তলায় দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার অফিসে আমরা কাজ করছিলাম। হঠাৎ করেই পঞ্চম তলা থেকে ধোঁয়া বেরুতে দেখা যায়। এসময় আতঙ্কে ষষ্ঠ তলার অফিসের লোকজন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। 

পাশের ভবনে আতঙ্কিত মানুষ। ছবি: সংগৃহীত

অবশ্য কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা কেউ জানতে না পারলেও আতাউর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এর আগেও এমনটা ঘটেছে বলে তিনি জানান।

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও ভবন থেকে ধোঁয়া বেরুতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “পল্টনের ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার বিষয়টি আমরা জেনেছি পৌনে ৭টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখনো হতাহত ও আগুন লাগার কারণ জানা যায়নি।

Link copied!