রাজধানীর মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে ভবনের অষ্টম তলায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের মবিলাইজিং অফিসার (এমও) রাকিবুল ইসলাম।
রাকিবুল ইসলাম বলেন, “আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২০ মিনিটে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ১টা ২৫ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।”
রাকিবুল ইসলাম আরও বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”