• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

সন্ধ্যায় কালবৈশাখীর শঙ্কা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৪:৫৬ পিএম
সন্ধ্যায় কালবৈশাখীর শঙ্কা

দেশের তিন বিভাগে সন্ধ্যার পর কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টিও হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, “সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকায় বুধবারের (১৯ এপ্রিল) তুলনায় বৃহস্পতিবার গরমের তীব্রতা সামান্য বেশি মনে হচ্ছে। তবে ঢাকায় কালবৈশাখীর সম্ভাবনা কম।”

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়। তবে বাতাসের আর্দ্রতা বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে। এ ছাড়া শনিবার (২২ এপ্রিল) থেকে সারা দেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!