বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন।
আফরোজা আব্বাস বলেন, “জামিন নামঞ্জুর করে আমাদের মহাসচিব ও মির্জা আব্বাসকে সাধারণ কয়েদিদের সঙ্গে ওয়ার্ডে রাখা হয়। ফ্লোরিং করানো হয়।”
মির্জা আব্বাসপত্নী বলেন, “আমাদের বাড়ির সামনে দিয়ে ২০০-২৫০ পুলিশের পাহারায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১৫-২০ জন স্লোগান দেয় ‘মির্জা আব্বাসের চামড়া, তুলে নেব আমরা।’ সাবধান, এসব স্লোগান দেওয়ার আগে ভাবতে হবে।”
আফরোজা আব্বাস আরও বলেন, “নয়াপল্টনে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করতে পারি না। অথচ আওয়াম লীগ ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সমাবেশ করে। ওয়ার্কিং ডে’তে সমাবেশ করে। গার্মেন্টস বন্ধ করে সমাবেশ করে, স্কুল-কলেজ বন্ধ করে দিয়ে সমাবেশ করে। সমাবেশে বেশি লোক দেখানোর জন্য নারী-পুরুষকে জোর করে সমাবেশে আনে। অথচ আমাদের ভাই-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে চাইলে তারা বাধা দেয়।”