• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’, ৭ নম্বর সতর্ক সঙ্কেত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০৪:৫৫ পিএম
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’, ৭ নম্বর সতর্ক সঙ্কেত
ফাইল ছবি

বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় হামুন আরও উত্তর থেকে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুরের মধ্যে মেঘনা মোহনার কাছ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল দিয়ে ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়ের নামটি ইরানের দেওয়া। এর অর্থ সমতল ভূমি বা পৃথিবী।

এর মধ্যে পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সঙ্কেত এবং মোংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিদপ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সঙ্কেতের আওতায় থাকবে।

উপকূলীয় জেলা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৫ নম্বর বিপদ সঙ্কেতের আওতায় থাকবে।

অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাচজার, লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় হামুন গত ছয় ঘণ্টা ধরে ২৩ কিলোমিটার গতিতে এখন উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।

তাদের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ছয় ঘণ্টায় এটি দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বুধবার দুপুর নাগাদ সেটি বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্য এলাকা দিয়ে অতিক্রম করতে পারে।

উপকূলে পৌঁছানোর সময় সেটি আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ধারনা।

অতিপ্রবল ঘূর্ণিঝড়টি এখন বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে আরও ঘণীভূত হতে হতে অগ্রসর হচ্ছে।

অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশে উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত রয়েছে। অর্থাৎ ঘণ্টায় ৪৪ থেকে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে।

অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

অতি ভারি বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এমন অবস্থায় উপকূলবর্তী জেলাগুলো থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। সেসব এলাকার মানুষজনকে আশ্রয়কেন্দ্র অথবা কোনো নিরাপদে স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ২৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৫০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

অতিপ্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সোমবার রাতে ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়।

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকে।

এটি বাংলাদেশে আঘাত করলে সেটি হবে চলতি বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে বাংলাদেশে প্রভাব ফেলেছিল।

আবহাওয়াবিদরা বলেছেন, ঘূর্ণিঝড় অনেক সময় এর গতিবেগ ও গতিপথ পরিবর্তন করতে পারে বা একই জায়গায় আবর্তন করতে পারে। সুতরাং উপকূল অতিক্রমের সময় এদিক ওদিক হতে পারে।

বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই-তিন দিন চট্টগ্রাম, খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকা সেইসাথে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে টানা বৃষ্টি হতে পারে।

এদিকে সেন্টমার্টিনে অবস্থানরত সব পর্যটককে সোমবার তিনটি জাহাজে করে টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার থেকে সেন্টমার্টিন অভিমুখে জাহাজসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকেই উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা দেখা যায় যার ঘণীভূত হওয়া এখনো অব্যাহত রয়েছে।

সূত্র : বিবিসি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!