• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০২:০২ পিএম
সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা
প্রতীকী ছবি

শনিবার (১২ আগস্ট) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বসছে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, আজকের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের কার্যনির্বাহী সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতির বিষয়ে নানা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

এছাড়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের যেসব নেতা দলীয় কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছেন, সেসব বিষয়ে বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হবে।

একই সঙ্গে আগামী নির্বাচনের আগপর্যন্ত দলের তৃণমূল নেতাকর্মীদের কীভাবে মাঠে সক্রিয় রাখা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে। এ ছাড়া বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলোর আন্দোলন ও সংগ্রাম প্রতিরোধের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
 

Link copied!