• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

শত পার্থক্য থাকলেও কেউ পরস্পরের শত্রু নই : প্রধান উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:৪৯ পিএম
শত পার্থক্য থাকলেও কেউ পরস্পরের শত্রু নই : প্রধান উপদেষ্টা

শত পার্থক্য থাকলেও কেউ পরস্পরের শত্রু নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “অন্যান্য দাবি দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক।”

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ধর্মীর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমাদের নানা মত, ধর্ম ও রীতিনীতি থাকবে। আমরা সবাই এক পরিবারের সদস্য। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গায়। যত দ্রুত সম্ভব আমাদের ঐক্যের বাংলাদেশ গড়তে হবে।”

প্রধান উপদেষ্টা বলেন,“ দুর্গাপূজা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তবে এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে শুনতে পাচ্ছি। এ থেকে কীভাবে উদ্ধার হওয়া যায়, সেজন্য আলোচনায় বসেছি। প্রচারমাধ্যমে এই ইস্যু নিয়ে নানা তথ্য প্রচার হচ্ছে। একটির সঙ্গে আরেকটির তথ্যের ফারাক রয়েছে। সেখানে সঠিক তথ্য কীভাবে পাব তার ব্যবস্থা করতে হবে। আমরা আসল তথ্য জানতে চাই। এ সময় প্রকৃত তথ্য এবং সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।”

ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মত বিদায় দিয়ে দিলাম, তা নয়। এটি দ্রুতই করতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকলে হবে না।”

Link copied!