‘নেক্সট জেনারেশন বাংলাদেশ’র লক্ষাধিক টাকার শীতবস্ত্র বিতরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৪:০৯ পিএম
‘নেক্সট জেনারেশন বাংলাদেশ’র লক্ষাধিক টাকার শীতবস্ত্র বিতরণ

নেক্সট জেনারেশন বাংলাদেশ (এনজিবিডি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঢাকা ইউনিট শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। এ বছর ঢাকার ফুটপাতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে লক্ষাধিক টাকার শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।

এনজিবিডি একটি যুব সংগঠন। এটি মূলত প্রতিভাবান এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। প্রতিটা জেলায় ন্যূনতম ২০জনের একটি ইউনিট টিম গঠন করে সংগঠনটি কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। সারাদেশে এই সংগঠন আটটি শাখার মাধ্যমে সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা ইউনিট শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে।

প্রথম দফায় সফলভাবে ঢাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা ইউনিট। এবার দ্বিতীয় দফায় সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে পৌঁছে যাবে এই টিম। এখানেই শেষ নয়, গৃহহীন যেসব মানুষ ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে কাজ করে তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে আগ্রহী, তাদেরকেও আর্থিক সহযোগিতা করছে সংগঠনটি।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের বিষয়ে ঢাকা ইউনিটের সভাপতি হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের নানান উদ্যোগের মাঝে এবার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এবার ঢাকার রাস্তায়, ফুটপাতে মানুষ শীতে বেশি কষ্ট পাচ্ছে। শীতের প্রকোপও এবার বেশি। সংগঠনের সদস্য ও  বিত্তবানদের সহযোগিতা এবং অনুদানে আমাদের কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। তবে আমাদের আয়োজনের তুলনায় শীতার্ত মানুষের সংখ্যা বেশি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ঢাকা পুরোটা আমাদের কার্যক্রমের আওতায় আনা সম্ভব না। এক্ষেত্রে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে।"

Link copied!