• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০১:১৭ পিএম
ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  ঢাকা ও তার আশপাশের জেলায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকালে এক বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বার্তায় বলা হয়, আরও ১০ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই (প্রস্তুত অবস্থা) রয়েছে।

এদিকে আজ সকাল ছয়টা থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টায় এই কর্মসূচি শেষ হবে।

অবরোধ শুরুর আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ১০টি বাস ও আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!