পেঁয়াজ, আলু, ডিম ও তেলসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তাই বেঁধে দেওয়া দামে এসব পণ্য বিক্রি নিশ্চিতে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে শনিবার অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। এর মধ্যে অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শরিফুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) সোহেল চাকমা রামপুরা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করবেন।
এ ছাড়া সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) তাহমিনা বেগম ও সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) মাগফুর রহমান নিউ মার্কেট, টাউনহল ও সাদেক খান কাঁচাবাজার এলাকা এবং সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) শাহ আলম ও সহকারী পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) আসিফ আল আজাদ স্টাফ কোয়ার্টার, কোণাপাড়া ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করবেন।