• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৪:০০ পিএম
চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “প্রতিটি মৃত্যু বেদনাদায়ক। কিন্তু চিকিৎসা নিতে দেরি করে এলে কিছু করার থাকে না। ডেঙ্গু চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হয়নি।”

সোমবার (৪ সেপ্টেম্বর) চীনের সিনভ্যাক বায়োটেক থেকে ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস উপহার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, “স্যালাইনের কোনো সংকট সরকারি হাসপাতালে নেই। সিটি করপোরেশনে ডেঙ্গু কমলেও জেলা শহরে বেড়েছে।”

মশা না কমলে ডেঙ্গু কমবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যেসব জায়গা থেকে এডিস মশার বিস্তার হচ্ছে সেই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি আছে। যে ওষুধ মশা নিধনে ব্যবহার হচ্ছে তা সঠিক মানের হতে হবে।”

জাহিদ মালেক আরও বলেন, “বছরজুড়ে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করতে হবে। ডেঙ্গু নিধনে অ্যাকশন নিতে হবে সিটি করপোরেশনকে। আমরা সেই অ্যাকশন দেখতে চাই। মশা বেড়ে গেলে তো কাজ করে লাভ নেই।”

Link copied!