• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বৃহস্পতিবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১০:৪০ এএম
বৃহস্পতিবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এর আগে ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এদিকে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে তিন দিনের টানা ছুটির কারণে কক্সবাজারে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। বিভিন্ন হোটেল মোটেলে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!