• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

নবাবপুরের গুদামের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১২:২৭ এএম
নবাবপুরের গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরের টিনশেড গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার দেড় ঘণ্টার কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রকি আল ফারুক।

এর আগে রাত ১০টা ৮ মিনিটে ওই গুদামে আগুন লাগে। এর ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সেনাবাহিনী। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Link copied!