বিএনপি ধাক্কা খেয়ে পল্টন থেকে গরুর হাটে চলে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “১০ ডিসেম্বরে তারা (বিএনপির নেতারা) ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু নিজেরাই ধাক্কা খেয়ে পল্টন থেকে গরুর হাটে চলে গেছে। এখনো সময় আছে ধাক্কাধাক্কি না করে সঠিক পথে আসেন।”
বুধবার (১১ জানুয়ারি) বিকালে মিরপুরে শাহ আলী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
হাছান মাহমুদ বলেন, “বিএনপি বলে এই শীতে নাকি ঠান্ডা বেশি, আমরা আগামী শীতে রাজপথে নামব। কিন্তু আওয়ামী লীগ সরকার রাজপথ ছাড়ে নাই। আমরা রাজপথ ছাড়ব না। রাজপথে থেকেই আমরা আন্দোলন করে যাব।”
তথ্যমন্ত্রী বলেন, “১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে নিজ দেশের মাটিতে পা রাখার মাধ্যমেই আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। বাংলাদেশের জনগণের জন্য যে দূরদর্শিতা তিনি দেখিয়েছেন তা স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা স্পর্শ করতে পারিনি। তিনি ধ্বংস প্রায় একটি দেশকে গড়ে তুলতে যে পরিকল্পনা করেছেন তা দেশের মানুষের জন্য যুগান্তকারী পদক্ষেপ ছিল। অথচ স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছেন।”
তিনি বলেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন অনুযায়ী জিডিপির তালিকাতে বাংলাদেশের অর্থনীতির অবস্থান ৩৫তম। এটি আমাদের দেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে অর্থনীতিতে আমাদের অবস্থান ছিল ৬০তম। আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে সেই অবস্থানকে এগিয়ে ৩৫তম অবস্থানে এনেছে।”
তিনি আরও বলেন, “এই যে বৈশ্বিকভাবে অর্থনীতির এমন বিরুপ অবস্থাতেও সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশকে পেছনে ফেলে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে গেছে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য। এমন বড় সাফল্য আমাদের উজ্জীবিত করে।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান।