রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়কে ককটেল বিস্ফোরণে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগেছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, ‘‘আমরা সকালে এই অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পাওয়া মাত্র সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্ত কর্তৃক ককটেল বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।’’