• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

নয়াপল্টনে পোস্টার-ব্যানার খুলল সিটি করপোরেশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৮:৩৬ এএম
নয়াপল্টনে পোস্টার-ব্যানার খুলল সিটি করপোরেশন

আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ উপলক্ষ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে টাঙানো ব্যানার পোস্টার নামিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন।

বুধবার (৭ ডিসেম্বর) রাতেই নয়াপল্টনের সড়কের দুই পাশে থাকা ব্যানার পোস্টার খুলে সড়ক পরিষ্কার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই সময় রাস্তায় পরে থাকা সব জঞ্জালও পরিস্কার করা হয়।

ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা জানান, সড়ক ও এর আশপাশ পরিষ্কার করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। সড়ক পরিস্কার রাখতেই এসব ব্যানার পোস্টার খুলে ফেলা হচ্ছে। 

এদিকে ওই দিন বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর থেকেই নিরাপত্তার স্বার্থে বিএনপির কার্যালয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Link copied!