জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ডাকা সমাবেশের তারিখ পরিবর্তন করেছে ছাত্রলীগ। ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর হবে এই ছাত্রসমাবেশ।
শনিবার (১৯ আগস্ট) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পূর্বঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠেয় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, সমাবেশটি ওই দিন বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।