• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুঁজিবাজারে পতন, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৫:৪৫ পিএম
পুঁজিবাজারে পতন, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ
প্রতীকী ছবি

দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার (২ নভেম্বর)। এদিন পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। তবে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

তথ্য বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ৬ পয়েন্ট। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। 

আজ লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৮৪টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির কোম্পানির শেয়ারদর।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকার শেয়ার।

 

Link copied!