• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১১:৫২ এএম
হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে মধুবাগ সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) কারিবেল হাসান বলেছেন, “আমরা খবর পেয়ে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এসআই কারিবেল হাসান আরও বলেন, মৃত ব‍্যক্তির পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!