• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ শুরু


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৩:৪৭ পিএম
কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ শুরু

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ের কর্মসূচি হিসেবে কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে কেরানিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এর আগে দুপুরের দিকে সমাবেশস্থলে বৃষ্টির তীব্রতা বাড়ে। কিন্তু বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

Link copied!