• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

বিএনপি-জামায়াত সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে : জাসদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০৪:৩২ পিএম
বিএনপি-জামায়াত সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে : জাসদ
ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পথ পরিত্যাগ করে সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) অবরোধের নামে আগুনসন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ ও শান্তি মিছিলে এসব কথা বলেন জাসদ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, “সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। সরকার বা ক্ষমতার পরিবর্তনেরও কোনো পথ নেই। বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়।”

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানের সভাপতিত্বে ও জাসদ নেতা আহসান হাবীব শামীমের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, মোহাম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সহসভাপতি আবু হানিফ, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহসভাপতি নুরতাজ পারভিন, জাকির হোসেন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান খান, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Link copied!