• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সন্ত্রাস-সহিংসতার পথেই হাঁটছে বিএনপি : মেনন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৩:৩৯ পিএম
সন্ত্রাস-সহিংসতার পথেই হাঁটছে বিএনপি : মেনন
ছবি : সংগৃহীত

নির্বাচন ভন্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস-সহিংসতার পথেই হাঁটছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার (৩১ জুলাই) গাজীপুর জেলার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, “বিএনপি যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের কৌশলের হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে অতীতের মতো এবারও তারা পরাভূত হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।”

বিএনপির চলমান কর্মসূচির কথা তুলে ধরে মেনন বলেন, “গত কয়েক দিনের ঘটনা প্রমাণ করেছে, বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। সবাই শান্তি ও উন্নয়নের পক্ষে।”

ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোক্তার, নাজমুল হাসান, অহিদুজ্জামান গোলাপ, আজগর আলী, সাইদুল ইসলাম প্রমুখ।

Link copied!