• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জ্বিলহজ্জ ১৪৪৫

চতুর্থ ধাপে ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৯:২৭ পিএম
চতুর্থ ধাপে ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি
বিএনপির লোগো। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

দলের সিদ্ধান্ত অমান্য করে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার করা নেতাদের মধ্যে ছয়জন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে রংপুর বিভাগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবানা বেগম, ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম, কবিরুল ইসলাম, রাজশাহী বিভাগের চেয়ারম্যান প্রার্থী মনজিৎ কুমার সরকার, বরিশাল বিভাগে চেয়ারম্যান প্রার্থী মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক।

ঢাকা বিভাগের ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম খান রাজু, চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন, সিলেট বিভাগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. সেলিনা আক্তার, কুমিল্লা বিভাগের চেয়ারম্যান প্রার্থী ফারুক, কাজী রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক।

এই নিয়ে চার ধাপের উপজেলা নির্বাচনে দল থেকে ২১৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জন, তৃতীয় ধাপে ৫৫ জন এবং চতুর্থ ধাপে ১৩ জন নেতা রয়েছেন। এসব নেতাদের দলের গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি।

Link copied!