• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৩:২৫ পিএম
রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
ফাইল ফটো

নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান কর্মসূচি হিসেবে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলটির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এদিকে, ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমকে বলেন,  “আমরাও রোববার সারা দেশে হরতাল পালন করব।”

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন।  

এর আগে দুপুরে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা নেমে যান।  

Link copied!